ব্র্যাক ইউনিভার্সিটির দি সেন্টার ফর রিসার্চ অন বাংলা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বাংলা টেকষ্ট টু স্পিচ কনভার্টার কথা’র প্রথম বেটা ভার্ষণটি উন্মুক্ত করেছে বেশ কিছুদিন আগে। আজ সূযোগ হলো এর অনলাইন ডেমোটি দেখার এবং বেটা ভার্ষণটি ডাউনলোড করার।
ডেমোটিতে ইউনিকোডে লেখা বাংলা টেকষ্ট ইনপুট করলে সেটা এমপি৩ ফরম্যাটে কনভার্ট করে দেয়। আপনি সেটা ডাউনলোড করে শুনতে পারেন। প্রথম প্রয়াস বলেই হয়তো বেশ কিছু লিমিমিটেশন আছে। তারপরও এটা অত্যন্ত বড় একটি কাজ হয়েছে বলে মনে করি।
রোবোটিক উচ্চারণে বাংলা শুনলে আপনিও পূলকিত হবেন নিঃসন্দেহে। সফটওয়্যারটি প্রায় ৩৪.৬৭ মেগাবাইটের মতো। বিস্তারিত জানতে, ডেমো দেখতে এবং ডাউনলোড করতে
আপনাদেন সুবিধার জন্য বাংলা টেকষ্ট টু স্পিচ কনভার্টারটি আমি মিডিয়া ফেয়ারে আপলোড করে দিলাম।
ডাউনলোড করতে এখানে টোকা দিন।
এই পোস্টটি টেকটিউনস থেকে কপি পেস্ট করা হয়েছে।এটি টিউন করেছেন রিফাত জামিল ইউসুফজাই ভাই।সূত্র:- এখান থেকে।
0 কমেন্ট:
একটি মন্তব্য পোস্ট করুন