বাংলায় ই-মেইল করুন

ই-মেইল করুন বাংলায়।


কম্পিউটারে বাংলা ভাষার ইতিহাস খুব বেশি দিনের নয়। প্রায় দুই দশক আগের কথা হলেও ইন্টারনেটে বাংলার অবস্থান সন্তোষজনক নয়। আমরা আজও পারি না ওয়েবে বাংলা ভাষা সহজে তুলে ধরতে, বাংলায় ই-মেইল করতে। মোট কথা আমাদের বাংলা কম্পিউটিং আজও পড়ে আছে অন্ধকারেই।

এই অন্ধকারের মাঝেও আশার আলো নিয়ে এসেছে বাংলা এক্সপ্রেস। যদিও তাদের এই প্রচেষ্টা এখনও প্রাথমিক পর্যায়ে আছে, তারপরও বাংলা ভাষাভাষীদের জন্য বাংলায় ই-মেইল করার সুবিধা এই প্রথম।


bngemail.PNG


বাংলায় ই-মেইল করার জন্য এই সাইটে ফ্রি রেজিস্ট্রেশন করে নিতে হবে। সবচেয়ে বড় সুবিধা হলো এই বাংলা ই-মেইলার বিশ্বের সকল মেইল সার্ভিস প্রোভাইডারের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি আউটলুক বা ইউডোরার মত বড় বড় মেইল ক্লায়েন্টের সাথেও সমানভাবে কাজ করে।


এই পোস্টটি টেকটিউনস থেকে কপি পেস্ট করা হয়েছে।এটি টিউন করেছেন মিথুন ভাই।
সূত্র:- এখান থেকে।

0 কমেন্ট:

একটি মন্তব্য পোস্ট করুন

শেয়ার করুন

শেয়ার/সেভ/বুকমার্ক