ব্লগস্পট সাইটে পেজ নাম্বার যুক্ত করা

কিভাবে ব্লগস্পট সাইটে ওয়ার্ডপ্রেস-এর মত পেজ নাম্বার যুক্ত করবেন?


আমরা ওয়ার্ডপ্রেস বা অন্যান্য ইঞ্জিনের সাইটগুলিতে পেজ নাম্বার দেখে থাকি। অত্যন্ত দুঃখজনক হলেও এটা সত্য যে গুগল কর্তৃক প্রোভাইডকৃত Blogger এর Blogspot সাইটে এই সুবিধাটি এখন পর্যন্ত নেই। কিন্তু এটাও ঠিক আমরা খুব সহজ একটি ট্রিকসের মাধ্যমে ব্লগস্পট সাইটেও পেজ নাম্বার যক্ত করতে পারি যার উদাহরণ এই সাইটটি। এখন আমরা সেই বিষয়েই আলোচনা করবো।আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।



প্রথম ধাপ
প্রথমে আপনার Blogger এ্যাকাউন্টে লগইন করুন। এবার ড্যাশবোর্ড থেকে যে ব্লগটিতে পেজ নাম্বার যোগ করতে চান তাতে তার নিচে লাখা Layout লিংকে ক্লিক করে লেআউট পেজে যান। এখান থেকে আমাদেরকে যেতে হবে Edit HTML পেজ এ। নিরাপত্তার স্বার্থে Download Full Template এর মাধ্যমে আপনার বর্তমান টেম্পলেটটির একটি ব্যাকআপ রাখুন যাতে কোন ভুল হলেও টেম্পলেটটি আবার ফিরে পাওয়া যায়।

দ্বিতীয় ধাপ
এবার Ctrl+F প্রেস করুন।



এই লাইনটি খুজে বের করুন। খুজে পাবার পর লাইনটির ঠিক উপরের লাইনে CSS Code টি পেস্ট করুন।

এবার আবার সার্চ করুন এবং

কোডটি খুজে বের করুন। এখানেই দেখুন পরবর্তী বা তার দু এক লাইন নিচে


কোডটি আছে। কোডটির ঠিক নিচের লাইনে পেস্ট করুন এই
Javascript Code টি। ব্যস আপনার কাজ শেষ। এবার আপনার টেম্পলেটটি সেভ করুন এবং আপনার ব্লগটি ভিজিট করুন। দেখবেন পেজের নিচে পেজ নাম্বার এসে গেছে।



উল্লেখ্য- আপনি আপনার ইচ্ছামত নির্ধারন করতে পারবেন, কতটি পেজ এর তালিকা দেখাবে এবং প্রতি পেজ এ কতটি পোস্ট থাকবে।




সূত্র:- পোস্টটি এই লিংক থেকে হুবহু কপি পেস্ট করা হয়েছে।


Bookmark and Share

0 কমেন্ট:

একটি মন্তব্য পোস্ট করুন

শেয়ার করুন

শেয়ার/সেভ/বুকমার্ক