মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখা

মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখা

মোবাইলে ইন্টারনেট ব্যবহার দিনে দিনে বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে বাংলা ওয়েবসাইটের সংখ্যা। কিন্তু মোবাইলে বাংলা ওয়েবসাইট ঠিকমত দেখা যায় না। তবে যারা জাভা সমর্থিত মোবাইল ব্যবহার করেন তারা অপেরা মিনি ওয়েব ব্রাউজার ব্যবহার করে বাংলা ওয়েবসাইট দেখতে পারবেন



এজন্য প্রথমে www.opera.com/mini/ এবার অপেরা মিনি চালু করে Menu > Tools > Settings এ যান এবং Font size এ Large নির্বাচন করুন এবং Mobile view সক্রিয় করে সেভ করুন
। এরপরে ব্রাউজারের এড্রেসবারে about:config লিখে এন্টার করুন তাহলে Power-User settings আসবে। এখানে User bitmap fonts for complex scripts অপশনের No আছে যা পরিবর্তন করে Yes করুন এবং সেভ করুন

ব্যাস এবার ইউনিকোড সমর্থিত যেকোন ওয়েবসাইট ব্রাউজ করে দেখুন তা দেখা যাচ্ছে। থেকে অপেরা মিনি মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিন

পোষ্টটি করার ইচ্ছা ছিলো না কারণ এটা সাধারণ তথ্যটা প্রায় সাবই জানে। কিন্তু অনেকে প্রশ্ন করে ফলে বারবার একই উত্তর দিতে ভাললাগে না, তাই অবশেষে পোষ্টটি করলাম।


এই পোস্টটি সমকাল দর্পণ থেকে কপি পেস্ট করা হয়েছে।এটি পোস্ট করেছেন মেহেদী আকরাম।
সূত্র:- এখান থেকে

Bookmark and Share

2 কমেন্ট:

সালেহীন ১১ জুন, ২০১০ এ ৫:০২ PM  

অপেরা মিনি ৪, ৪.২, ৫ ভার্সনে এভাবে মোবাইলে বাংলা দেখা যায় তা ঠিক আছে কিন্তু এভাবে মোবাইলে বাংলা দেখতে হলে প্রচুর ডাটা ইউজ হয়। যেমন মোবাইলে বাংলা ফন্ট ইনস্টল করা থাকলে যে সাইট দেখতে ৫০ কি.বা. লাগে আর এভাবে দেখলে ৫০০ কি.বা. এর বেশী লাগে। আর এতে বাংলা একটা লাইনের উপর আরেকটা আসে ফলে দেখতে অসুবিধা হয়। নোকিয়ার সিরিজ ৪০ সেটে যেমন বর্তমানে 3110, 2690, 2700, 2700 classic, 5130, 6303, 7210 বংলা সাপোর্ট এমনিতেই আছে। ফলে এক্ষেত্রে আপনার পদ্ধতি ব্যবহার যুক্তিযুক্ত হবে না। তবে অন্যান্য সেটের কথা জানিনা। তবে এই ব্যবস্থায় নোকিয়া সিম্বিয়ান ফোনের উপর করা যেতে পারে কেননা এতে বাংলা ফন্টের সুবিধা নেই। তবে শুনেছি যে, নোকিয়ার সিম্বিয়ান সেট যাতে ttf font সাপোর্ট করে তাতে বাংলা ইনস্টল করা যায়। তবে আমি আমার Nokia 5233 সেটে চেষ্টা করেও বাংলা ফন্ট ইনস্টল করতে পারিনি। যদি নোকিয়ার ৫২৩৩ সেটে বা symbian s60 5th edition সেটে বাংলা ফন্ট ইনস্টল করতে পারেন তবে খুবই উপকৃত হবে।

Mozahidul Islam Sami ২৮ ফেব্রুয়ারী, ২০২০ এ ৪:১৮ PM  

পোস্ট টি দেখে খুবই ভালো লাগলো শুভকামনা রইলো।

একটি মন্তব্য পোস্ট করুন

শেয়ার করুন

শেয়ার/সেভ/বুকমার্ক