ফ্লাস টিউটোরিয়াল - ০২

ফ্লাস টিউটোরিয়াল - ০২

আগের পর্বে আমরা ফ্লাস প্রেগামের লে আউট ও ডকুমেন্ট মুডিফাই করতে শিখেছি । এ পর্বে আমরা আরও নতুন কিছু শিখব।

গ্রিড বা ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করা। প্রথমে আমরা গ্রিড চেইঞ্জ করে নিব। এজন্য প্রথমে View > Grid > Edit Grid এ যান বা কিবোর্ড থেকে Ctrl+Alt+G চাপুন তাহলে নিচের মত বক্স প্রদর্শিত হবে।




1805 adobe flash 111009 2 ফ্লাস শেখার স্কুল (অভিজ্ঞদের জন্য প্রবেশ নিষেধ)  ০২ | Techtunes


এখানে কালার বক্স থেকে বিভিন্ন কালারের গ্রিড দেওয়া যায়। আমরা ধুসর সিলেক্ট করলাম।

গ্রিড এনাবল করার জন্য আপনাকে অবশ্যই show grid অপশনটি এনাবল বা টিক চিহ্ন দিয়ে দিতে হবে আমরা এখানে show grid অপশনটি ও snap grid অপশনটি এনাবল করলাম।

1805 adobe flash 111009 5 ফ্লাস শেখার স্কুল (অভিজ্ঞদের জন্য প্রবেশ নিষেধ)  ০২ | Techtunes এই চিহ্ন থেকে আমরা গ্রিডের Horizontal সাইজ দিতে পারি। এবং 1805 adobe flash 111009 6 ফ্লাস শেখার স্কুল (অভিজ্ঞদের জন্য প্রবেশ নিষেধ)  ০২ | Techtunes এই চিহ্ন দিয়ে গ্রিডের Vertical সাইজ দিব। এবং এখানে Snap accuracy অপশন থেকে Normal নির্বাচন করব।

সবশেষে ওকে করে বেরিয়ে আসুন।

Properties অপশন ব্যবহার করা -

ফ্লাস নিয়ে কাজ করার সময় ফ্লাসের ফাইল সম্পর্কে ইনফরমেশন পাওয়ার জন্য এই অপশনটির ব্যবহার হয়। এজন্য প্রথমে Window > Properties অপশনে যান। তারপর নিচের চিত্রের মত বক্স প্রদর্শিত হবে।



1805 adobe flash 111009 1 ফ্লাস শেখার স্কুল (অভিজ্ঞদের জন্য প্রবেশ নিষেধ)  ০২ | Techtunes

প্রোপাটিজের সাহায্যে ফ্লাসের সম্পর্কে যাবতীয় ইনফরমেশন পাওয়া যায়। যেমন ফ্লাসটির কত সাইজ হবে, ফ্লাসটির গ্রাফিকাল সাইজ, ফ্রেম রেইট ইত্যাদি ইত্যাদি। এথানকার 1805 adobe flash 111009 8 ফ্লাস শেখার স্কুল (অভিজ্ঞদের জন্য প্রবেশ নিষেধ)  ০২ | Techtunes বাটন দিয়ে ইনফরমেশন এরিয়া প্রসারিত করা হয়। এবং 1805 adobe flash 111009 9 ফ্লাস শেখার স্কুল (অভিজ্ঞদের জন্য প্রবেশ নিষেধ)  ০২ | Techtunes বাটনটি দিয়ে ইনফরমেশন এরিয়া ক্লোজ করা হয়।

অনেকসময় ইনফরমেশন দুই ভাগে বিভক্ত থাকে। এক্ষেত্রে আপনি যদি যে কোন একটির ইনফরমেশন দিতে চান তাহলে 1805 adobe flash 111009 12 ফ্লাস শেখার স্কুল (অভিজ্ঞদের জন্য প্রবেশ নিষেধ)  ০২ | Techtunes তে ক্লিক করে সেটির ইনফরমেশন পেতে পারেন এবং 1805 adobe flash 111009 7 ফ্লাস শেখার স্কুল (অভিজ্ঞদের জন্য প্রবেশ নিষেধ)  ০২ | Techtunes তে ক্লিক করে ক্লোজ করতে পারেন।

Rectangle Tool নিয়ে কাজ করা

Rectangle Tool দিয়ে সহজেই আমরা বক্স আকতে পারি। এজন্য

Rectangle Tool ব্যবহার করতে হবে।

1805 adobe flash 111009 ফ্লাস শেখার স্কুল (অভিজ্ঞদের জন্য প্রবেশ নিষেধ)  ০২ | Techtunes

এখান থেকে আরও বেশ কিছু টুল আছে যা দিয়ে আমরা বৃত্ত, ষ্টার ইত্যাদি ইত্যাদি আকতে পারি। আমরা উপরের অর্থাৎ

Rectangle Tool ই সিলেক্ট করলাম। এবার প্রয়োজনীয় মান দেওয়ার পর আকাতে হবে

1805 adobe flash 111009 4 ফ্লাস শেখার স্কুল (অভিজ্ঞদের জন্য প্রবেশ নিষেধ)  ০২ | Techtunes

এখনে বেশকিছু অপশন নিজের মত করে নিতে হবে।

ষ্ট্রোক কালার চেইঞ্জ করতে চাইলে 1805 adobe flash 111009 15 ফ্লাস শেখার স্কুল (অভিজ্ঞদের জন্য প্রবেশ নিষেধ)  ০২ | Techtunes তে ক্লিক করে পছন্দের কালার নির্ধারণ করে নিতে হবে। এবং ফিলকালার চেই

ফিল কালার চেইঞ্জ করতে চাইলে1805 adobe flash 111009 11 ফ্লাস শেখার স্কুল (অভিজ্ঞদের জন্য প্রবেশ নিষেধ)  ০২ | Techtunes তে ক্লিক করে চেইঞ্জ করতে হবে।

আরও Under Rectangle Options অপশনের জন্য 1805 adobe flash 111009 14 ফ্লাস শেখার স্কুল (অভিজ্ঞদের জন্য প্রবেশ নিষেধ)  ০২ | Techtunes ক্লিক করতে হবে

এই বার সুন্দর করে একটি বক্স আকান

1805 adobe flash 111009 3 ফ্লাস শেখার স্কুল (অভিজ্ঞদের জন্য প্রবেশ নিষেধ)  ০২ | Techtunes


ব্যাস………. আজ এ পর্যন্তই ……… আগামীতে আরও লিখব।


চলবে …………..

এই পোস্টটি লেখকের ব্লগ থেকে কপি পেস্ট করা হয়েছে।এটি পোস্ট করেছেন রাসেল আহমেদ।
সূত্র:-
রাসেল আহমদের বাংলা ব্লগ


Bookmark and Share

0 কমেন্ট:

একটি মন্তব্য পোস্ট করুন

শেয়ার করুন

শেয়ার/সেভ/বুকমার্ক