ফায়ারফক্সে প্রাইভেট ব্রাউজিং

ফায়ারফক্স ৩.৫ এ প্রাইভেট ব্রাউজিং


ওয়েব ব্রাউজারে ব্রাউজ করলে ব্রাউজ করা সাইটের হিস্টোরি, কুকিজ, ডাউনলোড হিস্টোরি, বুকমার্ক ইত্যাদি থেকে যায়। ব্রাউজ করা এসব তথ্য রাখা যদি নিরাপদ না হয় সেক্ষেত্রে ব্রাউজের পরে সবকিছু মুছে ফেলতে হয়। ফায়ারফক্স ৩.৫ এ Private Browsing নামে নতুন একটি সুবিধা দিয়েছে ফলে এর মাধ্যমে ব্রাউজ করলে আপনার ব্রাউজ করা কোন তথ্য কম্পিউটারে সেভ থাকবে না। প্রাইভেট ব্রাউজিং এর জন্য টুলস মেনু থেকে Start Private Browsing এ ক্লিক করুন (সতর্ককরণ ম্যাসেজ আসবে) আর বন্ধ করতে চাইলে টুলস মেনু থেকে Stop Private Browsing এ ক্লিক করুন। চাইলে শটকাট CTRL+SHIFT+P ব্যবহার করে প্রাইভেট ব্রাউজিং শুরু এবং শেষ করতে পারবেন। প্রাইভেট ব্রাউজিং শুরু করলে স্বাভাবিকভাবে ব্রাউজ করতে থাকা চলতি ট্যাবগুলো চলতি অবস্থায় থাকবে এবং প্রাইভেট ব্রাউজিং বন্ধ করলে সেগুলো পাওয়া যাবে।


ফায়ারফক্স ডাউনলোড লিংক: www.Firefox.com

এই পোস্টটি সমকাল দর্পণ থেকে কপি পেস্ট করা হয়েছে।এটি পোস্ট করেছেন মেহেদী আকরাম।
সূত্র:- এখান থেকে।


Bookmark and Share

0 কমেন্ট:

একটি মন্তব্য পোস্ট করুন

শেয়ার করুন

শেয়ার/সেভ/বুকমার্ক