ইন্টারনেটে বাংলা লেখার পদ্বতি

ইন্টারনেটে বাংলা লেখার পদ্বতি নতুনদের জন্য


ইন্টারনেটে কিভাবে বাংলা লিখতে হয় হয়ত অনেকেই জানেন না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা প্রচলিত পদ্ধতিতে বিজয় দিয়ে বাংলা টাইপ করে ইন্টারনেটে পাঠানোর চেষ্টা করেন। ফলে যে পাঠাচ্ছে তার পিসিতে ঠিকমত দেখা গেলে ও অন্যান্যরা পড়তে পারেন না। আসুন দেখি কিভাবে ইন্টারনেটে বাংলা লিখতে হয়। ইন্টারনেটে বাংলা লিখার জন্য আপনাকে ইউনিকোড সমর্থিত প্রোগ্রাম ব্যবহার করতে হবে। যেমন: Unijoy অথবা Avro অভ্র কিবোর্ডের একটা পোর্টেবল ভার্শন আছে যা ইনস্টল না করেই চালানো যায়। যা এই লিংক থেকে ডাউনলোড করতে পারেন।


ডাউনলোড শেষে
portable_avro_keyboard_4.5.1 প্রোগ্রামটি চালু করুন। Avro Keyboard নামে একটা ফোল্ডার তৈরী হবে। এই ফোল্ডারের ভেতর "অ" চিহ্নিত প্রোগ্রামটি চালু করুন। সিস্টেম ট্রে তে একটা আইকন দেখতে পাবেন। আপনি যদি প্রচলিত বিজয় পদ্ধতিতে বাংলা লিখতে অভ্যস্থ হন তাহলে আইকনে রাইট ক্লিক করে Select keyboar layout -> UniBijoy ক্লিক করুন। এবার F12 চেপে বাংলা/ইংরেজী সুইচ করতে পারবেন। বাংলার ক্ষেত্রে আইকনটি এর মত এবং ইংরেজীর ক্ষেত্রে "A" এর মত হবে। এখন আপনি আগে যেভাবে বিজয় ব্যবহার করতেন তার মতন করেই যে কোন জায়গায় বাংলা লিখতে পারবেন। এছাড়া আপনি যদি আপনার কম্পিউটার থেকে প্রচলিত কোন বাংলা লেখাকে ইউনিকোড করতে চান তাহলে avro converter দিয়ে তা খুব সহজেই করতে পারেন


আমি আশা করি এই পোস্টটি পড়ে নতুনরা খুব সহজে ইন্টারনেটে বাংলা লিখতে পারবেন।


সূত্র:- ই-মেইল

Bookmark and Share

0 কমেন্ট:

একটি মন্তব্য পোস্ট করুন

শেয়ার করুন

শেয়ার/সেভ/বুকমার্ক