আজকে একটা ছোট্ট সফটওয়ার নিয়ে লিখব। হয়তো অনেকের কাছে এই সফটওয়ার থাকতে পারে। তবুও যাদের কাছে নেই তাদের জন্য।
আমরা অনেকেই ছবি বা ইমেজ ব্রাউজের জন্য ডিফল্ট হিসেবে বিল কাকুর দেয়া উইন্ডোজ পিকচার এন্ড ফ্যাক্স ভিওয়ার ব্যবহার করি। কিন্তু যারা Generating Image, Drawing, please wait ইত্যাদি ইত্যাদি লেখা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি তার জন্য এই সফটওয়ার টি।
এর ষ্টাইলিশ লুক আপনাকে মুগ্ধ করবেই।
যেসব ফরমেট সাপোর্ট করে ………..
AIF, ANI/CUR, ASF, AU/SND, AVI, AWD, B3D, BMP/DIB, CAD formats, CLP, DDS,
Dicom/ACR, DJVU, ECW, EMF/WMF, EPS/PS/PDF/AI, EXR, FITS, FPX (FlashPix), FSH, G3, GIF, HDR, HDP/WDP, ICO/ICL/EXE/DLL, IFF/LBM, IMG (GEM), JLS, JPG2000, JPG, JPM, KDC, LDF, LWF, MED, MID/RMI, MNG/JNG,OV, MP3, MPG, MrSID, NLM/NOL/NGG, OGG, PBM/PGM/PPM, PCX/DCX, PhotoCD, PNG, PSD, PSP, PVR, RAS/SUN, RAW, Real Audio (RA), RLE, SFF, SFW, SGI/RGB, SWF/FLV, TGA, TIF, TTF, TXT, WAD, WAV, WBMP, WSQ, XBM, XPM, CRW/CR2, VTF, DNG, NEF, ORF, RAF, MRW, DCR, X3F, PEF, SRF, EFF, DXF, DWG, HPGL, CGM, SVG, WBC/WBZ, etc.
এমন কোন ইমেজ ফরমেট নেই যা এটি সাপোর্ট করে না!!!
বোনাস হিসেবে পাচ্ছেন ………..
IrfanView Thumbnails.
এটি দিয়ে আপনি আপনার ইমেজ ব্রাউস আর দ্রুতগতি করতে পারেন।
১) এখান থেকে
২) মুল ওয়েবসাইট থেকে
সূত্র:- এখন থেকে।
0 কমেন্ট:
একটি মন্তব্য পোস্ট করুন