ছবি থেকে আইকন তৈরী

সহজেই ছবি থেকে আইকন তৈরী করুন


বিভিন্ন কারলে আমাদের আইকন তৈরী করতে হয়। ইমেজআইকন সফটওয়্যার দ্বারা উইন্ডোজে ব্যবহৃত bmp, jpg, png ফরম্যাটের ছবি থেকে ড্রাগ ড্রপের মাধ্যমে সহজেই 16×16, 32×32, 48×48, 64×64 এবং 128×128 সাইজের আইকন বানানো যায়।


মাত্র ৯৬০ কিলোবাইটের এই সফটওয়্যারটি www.deviouscodeworks.co.uk/imagicon থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার ইমেজ ফাইল খুলে বা ড্রাগ করে এনে উইন্ডোর উপরে ছেড়ে দিলে আইকন তৈরী হয়ে যাবে। আপনি চাইলে আইকনের সাইজ, সেভ লোকেশন পরিবর্তন করতে পারবেন।


আপনাদের সুবিধার জন্য এই স্যাফটওয়্যারটি মিডিয়া ফেয়ারে আপলোড করে দিলাম।ডাউনলোড করতে এখানে টোকা দেন


এই পোস্টটি সমকাল দর্পণ থেকে কপি পেস্ট করা হয়েছে।এটি পোস্ট করেছেন মেহেদী আকরাম।

সূত্র:- এখান থেকে।

Bookmark and Share

0 কমেন্ট:

একটি মন্তব্য পোস্ট করুন

শেয়ার করুন

শেয়ার/সেভ/বুকমার্ক