IDM এবং সকল ব্রাউজারে IDM ব্যবহারের উপায়

IDM নতুন ব্যবহারকারীদের জন্য, সকল ব্রাউজারে IDM ব্যবহারের উপায়


আইডিএম(IDM) হলো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আইডিএম কি এটা কি বা কাজ কি আশা করি নতুন করে বলার কিছু নেই আইডিএম এর জনপ্রিয় তা দিন দিন বেড়ে চলছে কিন্তু সমস্যা ইদানিং আইডিএম এর কিছু সমস্যা বা অভিযোগ প্রায় সবার কাছে শুনা যায় বিশেষ করে জনপ্রিয় হয়ে উঠতে চলা ওয়েব ব্রাউজার "গুগল ক্রোম" থেকে নাকি আইডিএম এর মাধ্যমে কোনকিছুই ডাউনলোড করা যায় না



অনেক পদ্ধতি অবলম্বন করা সত্বেও নাকি ক্রোমের বিল্টইন ডাউনলোডার দিয়েই ডাউনলোড হয়
আইডিএমের নাকি পাত্তাই পাওয়া যায় না তবে সে যাই হোক মানুষজন মোজিলা ফায়ারফক্স ব্যবহার করতে অভ্যস্ত অনেক মোজিলায় আইডিএম ইন্টিগ্রেট করা সোজা আছে ইন্টারনেট এক্সপ্লোরারে তো নিজে থেকেই ইন্টিগ্রেট হয়ে থাকে আমার মত যারা নতুন "গুগল ক্রোম" প্রেমিক তারা বাধ্য হয়ে একটা সময় হাত বাড়াতাম ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা মোজিলা ফায়ারফক্সের দিকে কারণটা আইডিএম এই সমস্যার সমাধান পেলাম মামার কাছে তাই আজকে কিভাবে গুগল ক্রোমসহ অন্যান্য ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড কর্ম সম্পাদন করতে হয় আইডিএমের মাধ্যমে তা আপনাদের সামনে তুলে ধরবো নতুনদের যেন কাজে আসে তাই প্রথম থেকে শুরু করলাম তাহলে শুরু করা যাক নতুন করে প্রথম থেকে

সব চেয়ে ভালো হয় সবসময় লেটেষ্ট ভার্সনের ব্যবহার করলে
শুরুতেই দরকার লেটেষ্ট ভার্সনের আইডিএম এর সেটআপ ফাইল ডাউনলোড করা নিচের লিংক থেকে সহজে ডাউনলোড করে নিন আইডিএম এর লেটেষ্ট ভার্সন নিচের ছবি অনুসরন করতে পারেন
আইডিএম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন



ডাউনলোড শেষ হলে ইনষ্টল করুন
কিন্তু একটা সমস্যা থেকে গেল আইডিএম ফ্রীতে ব্যবহার করা যায় না ফ্রীতে ব্যবহার কারা যায় মাত্র ১৫ দিন তাই ইনষ্টল করার পর এই লিংকে গিয়ে Patch" নামক জিপ ফাইলটি ডাউনলোড করে নিনডাউনলোড শেষ হলে জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট করুন এরপর ভেতরে দেখুন, "Patch" নামক একটি অতি কঠিন বাটপাড়ি ক্ষমতাসম্পন্ন ফাইল আছেএই "Patch" ফাইলটি কপি করে যেখানে আইডিএম ইনষ্টল করেছেন সেখানে নিয়ে গিয়ে পেষ্ট করুন আমরা সাধারনত সবাই সি ড্রাইভে ইনষ্টল করি সি ড্রাইভ গিয়ে প্রোগ্রাম ফাইলস ফোল্ডারে গিয়ে আইডিএম এর ফোল্ডারটি ওপেন করুন এবং পেষ্ট করুন এই "Patch" ফাইল(C:\Program Files\Internet Download Manager) অতঃপর এটি ওপেন করুন নিচের মত একটি চিত্র দেখতে পাবেন



চিত্রটিতে দেখানো স্থান Patch বাটনটিতে ক্লিক করুন ব্যস! কমপ্লিট হয়ে গেলোআইডিএম আজীবন ব্যবহার করার উপযোগী
এবার হচ্ছে আসল কাজ ব্রাউজার ইন্টিগ্রেশন করা প্যাচ কমপ্লিট হলে আইডিএম ওপেন করুন



প্রথমে "ডাউনলোড"(১) মেন্যুতে ক্লিক করুন সেখান থেকে "অপশন"(২) ক্লিক করুন এরপর যে উইন্ডোটি আসবে, সেখানে দেখুন, "Use advanced browser integration"(৩) আছে সেটাতে টিকচিহ্ন দিন এরপর যে মেসেজটি দেখাবে, সেটিতে "ওকে" বাটন ক্লিক করুন আপনার পিসি রিষ্টার্ট হবে এরপর আবার একই নিয়মে আইডিএম এর অপশন বের করুন এবং "Detect new applications that try to download files from Internet"(৪) এ টিকচিহ্ন প্রদান করুন ব্যস! ইন্টিগ্রেশন সম্পন্ন এবার আপনি শুধু গুগল ক্রোম কেন, যেকোন ব্রাউজারের মাধ্যমেই আইডিএম দিয়ে ফাইল ডাউনলোড করতে পারবেন
মনে রাখবেন, (৩) চিহ্নিত কাজটি সম্পন্ন করা হলে, মানে অ্যাডভান্সড ইন্টিগ্রেশনে টিকচিহ্ন প্রদান করার পর আপনার পিসি রিষ্টার্ট হবে কিংবা আপনাকে দিতে হবে
এরপর পিসি আবার চালু হলে তারপর সম্পন্ন করবেন (৪) কাজটি


Bookmark and Share

0 কমেন্ট:

একটি মন্তব্য পোস্ট করুন

শেয়ার করুন

শেয়ার/সেভ/বুকমার্ক