Nokia (nth) মোবাইলের জন্য থিম তৈরী

Nokia (nth/s40) মোবাইলের জন্য থিম তৈরী করুন।


mobile t তৈরী করুন আপনার Nokia (nth) মোবাইলের জন্য থিম  | Techtunes


আগেই বলে রাখি এটা একটা সাধারন প্রসেস। কোন ধরণের বিশেষ কিছু না।
যদি আপনার মোবাইলটি হয় নোকিয়া তবেই শুধু এই প্রয়াস কাজে আসবে। আপনারা অনেকেই জানেন নোকিয়া মোবাইলের একটি থিম টাইপ বা এক্সটেনশন হল .nth। আসলে এটি একটি জিপ ফাইল যা এক্সটেনশন পরিবর্তন করে থিম হিসেবে ব্যবহৃত হয়।

আর থিমের সকল Configure থাকে একটি .xml ফাইলে। আপনি প্রথমে থিম তৈরীর জন্য ছয়টি ছবি সিলেক্ট করুন। ছবি গুলো রিসাইজ করুন w=২৪০ এবং H=৩২০, Bit Depth দিন ২৪।
এবার পর্য়ায়ক্রমে ছবি গুলো নাম করন করুন এই ভাবে -
Calender_Display.jpg – ক্যালেন্ডার ব্যকগ্রাউন্ড
MainMenuDisplay.jpg – মেইন মেনু ব্যকগ্রাউন্ড
Player_Display.jpg – মিডিয়া / ডিফল্ট প্লেয়ার ব্যকগ্রাউন্ড
Radio_Display.jpg – রেডিও ব্যকগ্রাউন্ড
SubMenuDisplay.jpg – সাবমেনু ব্যকগ্রাউন্ড
Wallpaper.jpg – ওয়ালপেপার

আরো একটি gif ফাইল তৈরী করুন spacer.gif যার w=1px , H=1px এবং Bit Depth=96

এখন একটি টেক্সট এডিটর দ্বারা এই কোডটি লিখুন এবং save করুন।

এখন notepad দ্বারা লিখে তা save করি টেক্সট ফরমেটে এবং পরে তার নাম এবং এক্সটেনশন পাল্টে করি theme_descriptor.xml করি।

তার পরের কাজ খুব সহজ। এই ফাইল গুলোকে একত্রে জিপ করুন এবং .zip এক্সটেনশন পাল্টে .nth।

আশাকরি এই থিম আপনার মোবাইলে কাজ করবে। যদি ছবির সাইজ না মেলে তাহলে আপনার মোবাইলো ছবির সাইজ জেনে সেই অনুপাতে আপনার ছবি গুলো Resize করুন। শুধু nth ফরমেট এইভাবে কাজ করে।

আমার Nokia 6300(s40) এ কাজ করেছে। কাজ হলে জানাবেন। আর যে মোবাইলে যে সাইজ কাজ করেছে তা জানালে আশা করি অনেকে উপকৃত হবে।


এই পোস্টটি টেকটিউনস থেকে কপি পেস্ট করা হয়েছে।এটি টিউন করেছেন রাজীব।

সূত্র:- এখান থেকে

Bookmark and Share

0 কমেন্ট:

একটি মন্তব্য পোস্ট করুন

শেয়ার করুন

শেয়ার/সেভ/বুকমার্ক