কয়েকটি ছোট গেমস

কয়েকটি ছোট মজার গেমস।


১ . Snake Magic 2 :

গেমসটির নাম শুনেই বুঝতে পারছেন যে গেমসটি একটি সাপের । সাধারনত আমরা মোবাইলে এই ধরনের গেমস দেখতে পাই । কিন্তু এর গ্রাফিক্স দেখার মত আর খেলতেও বেশ মজার । আর এতে দিন রাত অটোমেটিক ভাবে চেন্জ হবে । যা সত্যিই খুব আকর্ষনীয় । আপনারা এখান থেকে গেমসটি ডাউনলোড করতে পারবেন । জিপ করা গেমসটি মাত্র ২.৫৪ মেগাবাইট ।

sd

২ . Highway Pursuit :

আমার মনে হয় সবাই কম বেশী এই গেমসটির সাথে পরিচিত । কেননা এই ধরনের গেমস সর্বপ্রথম VCD তে বের করেছিল । গেমসটি একটি রেসিং গেমস এই গেমসটিউ পেন্টিয়াম ৩ থেকে কোর টু ডু পর্যন্ত কম্পিউটারে চলবে । গেমসটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন । গেমসটি মাত্র ৩.০৫ মেগাবাইটের ।

sdd

৩ . Rat Ball :

এই গেমসটিও খুব মজার একটি গেমস । যেখানে একটি ইদুর একটি বলের মধ্যে থাকবে এবং তাকে সিড়ি থেকে আস্তে আস্তে নামাতে হবে এবং লক্ষ্যে পৌছতে হবে । কিন্তু খেয়াল রাখতে হবে টাইমের দিকে । এই গেমসটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন । গেমসটি জিপ করা মাত্র ৭.০৭ মেগাবাইটের ।


এই গেমস গুলো নিয়ে হামিদ টেকটিউনসে একটি টিউন করেন।গেমস গুলো সেখান থেকে সংগ্রহ করা।

সূত্র:- এখানে


Bookmark and Share

0 কমেন্ট:

একটি মন্তব্য পোস্ট করুন

শেয়ার করুন

শেয়ার/সেভ/বুকমার্ক