IZARC ফ্রী কম্প্রেসিং সফটওয়ার

IZARC সবচেয়ে কাজের একটি কম্প্রেসিং স্যাফটওয়্যার (ফ্রী)


আমি এখন পর্যন্ত অনেক ধরনের কম্প্রেসিং সফটওয়ার ব্যবহার করেছি। কিন্তু এর মধ্যে সবচেয়ে ভালো মনে হয়েছ IZarc কম্প্রেসিং সফটওয়ারটি। এর সবচেয়ে ভালো গুন হল এটি প্রচন্ড স্প্রীডে অর্থ্যাৎ সুপার ফাস্ট কম্প্রেস করতে পারে এবং এটি সম্পূর্ণ ইউজার ফেন্ডলি।



তাছাড় এর অন্যান্য গুন গুলো নিচে দেয়া হল -


১।এটি একই সাথে 7-ZIP, A, ACE, ARC, ARJ, B64, BH, BIN, BZ2, BZA, C2D, CAB, CDI, CPIO, DEB, ENC, GCA, GZ, GZA, HA, IMG, ISO, JAR, LHA, LIB, LZH, MDF, MBF, MIM, NRG, PAK, PDI, PK3, RAR, RPM, TAR, TAZ, TBZ, TGZ, TZ, UUE, WAR, XXE, YZ1, Z, ZIP, ZOO এত ধরনেরে ফাইল সাপোর্ট করে।
২। এতে রয়েছে ড্রাগ এন্ড ড্রপ সুবিধা। এটি সরাসরি উইন্ডোস এক্সপ্লোরারে ফাইল ক্রিয়েট ও এক্সট্রাক্ট করতে পারে। এটি সেল্ফ এক্সট্রাক্টিং আরকাইভ ফাইল তৈরি করতে পারে। ডেমেজ হয়ে যাওয়া আরকাইভ ফাইল রিপেয়ার করতে পারে।
৩। এটি এক আরকাইভ ফাইলকে অন্য আরকাইভ ফাইলে কনভার্ট করতে পারে।
৪। এটি বিভিন্ন CD ইমেইজ ফাইল যেমন ISO, BIN, CDI এবং NRG ফাইল ওপেন করতে পারে। এবং এ ফাইল ফরমেটগুলোকেও একটি থেকে আরেকটি তে কনভার্ট করতে পারে।
৫।এটিকে এন্টিভাইরাসের সাথে কনফিগার করা যায় যাতে কোন আরকাইভ ফাইল ফরমেট ওপেন করার সময় এন্টিভাইরাস দ্বারা স্কেন করা যায়।
৬। আপনার তথ্যের নিরাপত্তা দিতে এটি 256-bit AES এনক্রিপশন সাপোর্ট করে।
৭। এইটি উইন্ডোজের সাথে ইন্টিগ্রেটিড হয়ে যায় ফলে যেকোন ফাইলকে রাইট ক্লিক অপশন থেকে আরকাইভে রুপান্তরিত করা যায়।
৮। এতে রয়েছে ইন্টিগ্রেটেড মাল্টি-ল্যাঙ্গুয়েজ সাপোর্ট।
৯। এটি সম্পূর্নরূপে বিজ্ঞাপন মুক্ত এবং একটি পরিপূর্ণ কম্প্রেসিং সফটওয়ার।
এছাড়াও রয়েছে আরো অনেক সুবিধাজনক অপশন যেগুলো লিখে শেষ করা যাবে না।
এত সুবিধাযুক্ত হলেও সফটওয়ারটি সম্পূর্ণ ফ্রি। সবাই চাইলে এই ফ্রি সফটোয়ারটি ডাউনলোড করতে পারেন নিম্নলিখিত লিঙ্ক থেকে আপনি চাইলে পোর্টেবল বা নন-পোর্টেবল যে ভার্সন ইচ্ছা ডাউনলোড করতে পারবেন -
Download IZArc Best Compressing software

স্যাফটওয়্যারটি আপনাদের জন্য আমি আপলোড করে দিলাম।নিচে ২টি লিংকের যেকোন একটি থেকে ডাউনলোড করতে পারেন নন-পোর্টেবল ভার্সনটি।

মিডিয়া ফেয়ার লিংক
জাম্বো ফাইলস লিংক

এই পোস্টটি টেকটিউনস থেকে কপি পেস্ট করা হয়েছে।এটি টিউন করেছেন তারেক মাহবুব ।
সূত্র:- এখান থেকে


Bookmark and Share

0 কমেন্ট:

একটি মন্তব্য পোস্ট করুন

শেয়ার করুন

শেয়ার/সেভ/বুকমার্ক