হার্ডডিস্ক ফরমেট করতে Kill Disk

হার্ডডিস্ক ফরমেট করুন Kill Disk এর সাহায্যে


একটি সাধারন ফরমেটিং টুল নয়। এটি হার্ডড্রাইভ এর সব মেমোরি তে ০ রাইট করে। এজন্য সফটওয়্যারটিকে সিডি তে বার্ন করে নিতে হবে। এজন্য প্রথমে :

১.পিসি তে kill disk download করে নিন।
২.জিপ ফাইল টি একস্ট্রাক্ট করে BOOT-ISO DSK.iso ফাইল টি সিডি তে বার্ন করুন।
৩.এরপর সিডি টি ব্যবহার এর জন্য প্রস্তুত।

বায়োস কনফিগার করুন:

১.পিসি স্টার্ট আপের সময় F2 আথবা Delete চাপুন।
২.বুট ডিভাইস প্রায়রিটি হিসেবে সিডি সিলেক্ট করুন এবং রিস্টার্ট করুন।
৩.সিডি টি ড্রাইভে প্রবেশ করান।

সিডি থেকে পিসি বুট করবে এবং এই স্ক্রীন প্রদর্শন করবে:

killdisk_1

Active @ KillDisk (FREE) সিলেক্ট করে এন্টার চাপুন।

killdisk_2

free version allows for only one password এই ধরনের মেসেজ দেখাবে, এন্টার চাপুন।

killdisk_3

হার্ডডিস্ক অথবা কোন পারটিশন সিলেক্ট করে F10 চাপুন।

killdisk_4

সিলেক্টেড ডিভাইস ফরমেট কনফার্ম করতে F10 চাপুন।

killdisk_5

ERASE-ALL-DATA টাইপ করে এন্টার চাপুন। ফরমেট এর সময় নির্ভর করবে সিপিইউ এর পাওয়ার এর উপর।

killdisk_6

ফরমেটিং সম্পন্ন হলে একটি রিপোর্ট দেখাবে।

killdisk_7

Esc দুইবার চাপুন একটি মেসেজ আসবে। বন্ধ করতে ইয়েস সিলেক্ট করে এন্টার চাপুন।

killdisk_8

এখন সিডি বের করে অপারেটিং সিস্টেম এর সিডি প্রবেশ করান

আপনাদেন সুবিধার জন্য এই স্যাফটওয়্যারটি আমি মিডিয়া ফেয়ারে আপলোড করে দিলাম।
ডাউনলোড করতে এখানে টোকা দিন।


এই পোস্টটি টেকটিউনস থেকে কপি পেস্ট করা হয়েছে।এটি টিউন করেছেন রাকিব ভাই।
সূত্র:- এখান থেকে।


Bookmark and Share

0 কমেন্ট:

একটি মন্তব্য পোস্ট করুন

শেয়ার করুন

শেয়ার/সেভ/বুকমার্ক