ব্যানার বা লগো ডিজাইন করুন ওয়েব অ্যাপ্লিকেশন দ্বারা

সহজেই ব্যানার বা লগো ডিজাইন করুন
অনলাইন ওয়েব অ্যাপ্লিকেশন দ্বারা।


যারা ব্যানার বা লগো ডিজাইন করার কাজ ভালভাবে পারেন না তাদের জন্য এই পোস্টটি।বিভিন্ন প্রয়োজনে আমাদের লগো বা ব্যানার তৈরীর প্রয়োজন হয়। কিন্তু ফটোশপ বা অন্য কোন গ্রাফিক্স সফটওয়্যার সম্পর্কে ভাল ধারণা না থাকলে লগো বা ব্যানার তৈরী করা সহজ নয়। কিন্তু আপনার হাতের কাছে ইন্টারনেট থাকলে সহজেই ওয়েবসাইট থেকেই যেকোন টেক্সট থেকে লগো বা ব্যানার তৈরী করতে পারবেন।এজন্য নিচে কিছু সাইটের এড্রেস দিলাম।এইসব সাইটের যেকোন একটি থেকে কাজটি করতে পারেন।এখানে বিভিন্ন ডিজাইনের লগোর চিত্র দেয়া আছে যার উপরে ক্লিক করে সহজেই আপনি লগো বা ব্যানার তৈরী করতে পারবেন।আর ডিজাইন করা ব্যানার বা লগো আপনি ইমেজ হিসাবে ডাউনলোড করতে পারেন।তাছাড়া এইসব এড্রেস থেকে ফ্লাশ ব্যানারও তৈরী করতে পারেন।তাহলে আর দেরি কেন এখনই শুরু করুন অনলাইনে ব্যানার বা লগো ডিজাইন করা।উদাহরণ সরূপ নিচে একটি ফ্লাশ ব্যানার ডিজাইন করে দিলাম।




লগো ডিজাইন করার জন্য কিছু সাইট:

১. www.text2logo.com
২.
www.spiffytext.com

ব্যানার ডিজাইন করার জন্য কিছু সাইট:

১. www.bannerfans.com
২. www.flashbannernow.com
(ফ্লাশ ব্যানারের জন্য এই সাইটে যান।)

ভবিষৎ এ এধরনের আরো সাইটের এড্রেস যোগ করা হবে।

Bookmark and Share

0 কমেন্ট:

একটি মন্তব্য পোস্ট করুন

শেয়ার করুন

শেয়ার/সেভ/বুকমার্ক