অনলাইনে কিছু ডিকশনারী সাইট
বর্তমান সময়ে অনলাইনে/ইন্টারনেটে করা যায় না এমন কাজ খুব কম আছে।একটা সময় আমরা বিভিন্ন শব্দের অর্থ খোঁজার জন্য ইয়া বড় বড় বই(অভিধান) নিয়ে ঘাটাঘাটি করতাম।তারপর আসলো স্যাফটওয়্যার।এখন ইন্টারনেট থাকলে বই বা স্যাফটওয়্যার কোন কিছুই লাগে না।আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন যেকোন শব্দের অর্থ।এটা ইংলিশ টু বাংলা হোক বা বাংলা টু ইংলিশ হোক বা হোক ইংলিশ টু ইংলিশ।ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ এটা কোন সমস্যা না শুধু দরকার ইন্টারনেট কানেকশেন।আমি আপনাদের সাথে আজকে অনলাইনে ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ দুই ধরনের অভিধানের(ডিকশনারী এর) কিছু সাইটের এড্রেস দিব।আশা করি আপনাদের কাজে আসবে।
ইংলিশ টু বাংলা ডিকশনারী সাইট:
০১. www.ovidhan.org
০২. www.ittefaq.com/dict/
বাংলা টু ইংলিশ ডিকশনারী সাইট:
০১. www.bangladict.org (E2B,B2E,E2E)
ভবিষৎ এ আরো সাইটের এড্রেস যোগ করা হবে।
0 কমেন্ট:
একটি মন্তব্য পোস্ট করুন