"আমার অনলাইন ডায়েরী" এই ব্লগটি মূলত আমার ডিজিটাল ডায়েরী বলা যায়।কস্পিউটারে প্রতিদির অনেক কিছু সেইভ করি কিন্তু প্রয়োজনের সময় খুজে পাওয়া যায় না বা হারিয়ে যায়।তাই এই ব্লগটিকে আমি ডায়েরী হিসাবে ব্যবহার করি।এই ব্লগে আমি কম্পিউটার,মোবাইল, ইলেকট্রনিক্সের বিভিন্ন ট্পিসের প্রয়োজনীয় লিংক,বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যারের লিংক,বিভিন্ন ধরনের তথ্য,কৌতুক ইত্যাদি সংরক্ষন করব এবং আপনাদের সাথে শেয়ার করব।যা বিভিন্ন সাইট কিংবা ফোরাম থেকে সংগ্রহ করা হয়েছে এবং যা অনেকটা কপি পেস্ট করা।যাদের পোস্ট এখানে সংরক্ষন করা হয়েছে তাদের কাছ থেকে পার্সোনাল মেইল করে অনুমতি নেওয়া হয়েছে।এখানে একটা কথা বলে রাখি যাদের সাথে মেইলে যোগাযোগ করা হইনি বা করা সম্ভব হইনি তাদের পোস্টে সূত্র উল্ল্যেখ করা হয়েছে। তাছাড়া পোস্টের মূল মালিকের নাম ও লিংক দেওয়া হয়েছে।আর ব্লগটি তৈরী করা সময় নতুন কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহারকারীর কথা চিন্তা করে তৈরী করা হয়েছে।আমার আশা একজন নতুন কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহারকারী খুব সহজে এই ব্লগ থেকে তার যাত্রা শুরু করতে পারবে।আমার এই ব্লগে আমার সংগ্রহের সবটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। পরিচালক।
0 কমেন্ট:
একটি মন্তব্য পোস্ট করুন