ইংরেজী টু বাংলা আনলাইন ডিকশনারী
আপনাদের যে ডিকশনারীটির সাথে পরিচয় করিয়ে দিব এটি হল ইংরেজী টু বাংলা আনলাইন ডিকশনারী। এটি অনলাইন এডিশন বেটা ভার্সন। বর্তমানে আমি এই ডিকশনারীটি ব্যবহার করছি। এই অনলাইন ডিকশনারীটির বাংলা অর্থ গুলো দেখতে হলে আপনার ব্রাউজারটিতে অবশ্যই ইউনিকোড (UFT-8) সাপোর্ট থাকতে হবে। বর্তমানে প্রায় সব ব্রাউজারে ইউনিকোড (UFT-8) সাপোর্ট থাকে। বর্তমানে এই অনলাইন ডিকশনারীটিতে প্রায় ৩০,০০০ এর ও অধিক শব্দ রয়েছে। আগের ইংরেজী থেকে বাংলা ডিকশনারী সফটওয়্যার টিতে অনেক শব্দের অর্থ পাওয়া যায় না। এই অনলাইন ডিকশনারীটি হয়ত এ ক্ষেত্রে আপনাদের সাবাইকে কিছুটা সাহায্য করবে। আশাকরি এই অনলাইন ডিকশনারীটি সবার কাছে ভালো লাগবে এবং কাজেও লাগবে।
এই ইংরেজী টু বাংলা আনলাইন ডিকশনারীটি পাবেন এখানে।
এই পোস্টটি টেকটি্উনস থেকে কপি পেস্ট করা হয়েছে।এটি টিউন করেছেন রলিন ভাই।
সূত্র:- এখান থেকে।
0 কমেন্ট:
একটি মন্তব্য পোস্ট করুন