স্পিকারের সাউন্ড রেকর্ড করুন
অনলাইনে ঘুরতে ঘুরতে অনেক ওয়েবসাইট দেখি যেগুলোতে গান শুনতে দেয় কিন্তু ডাউনলোড করতে দেয় না। অনেক সময় দেখা যায় এসব সাইটে পচন্দের গান পাওয়া যায় কিন্তু ডাউনলোড করতে না পারায় কষ্ট লাগে। তাহলে কি করা যায় ?
এই সমস্যার সমাধান দিতে পারে PCWin Speaker Record নামে ৭৬৮ কেবি এর ছোট একটা সফটওয়্যার। আপনি এই সফটওয়্যারের সাহায্যে আপনার কম্পিউটারের স্পীকারে বাজতে থাকা যেকোন শব্দ রেকর্ড করতে পারবেন। এই সাউন্ড আবার 128 Kbps CD quality তে mp3 বা wav file হিসেবে Save করতে পারবেন।
আপনাদের সুবিধার জন্য এই স্যাফটওয়্যারটি মিডিয়া ফেয়ারে আপলোড করে দিলাম।
ডাউনলোড করতে এখানে টোকা দেন।
এই পোস্টটি রংমহল থেকে কপি পেস্ট করা হয়েছে।এটি টিউন করেছেন মহসিন।
সূত্র:- এখান থেকে।
0 কমেন্ট:
একটি মন্তব্য পোস্ট করুন